Crediti
PERFORMING ARTISTS
Kaustav Goswami
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Testi
নয়ন ছেড়ে গেলে চলে
এলে সকল-মাঝে
নয়ন ছেড়ে গেলে চলে
তোমায় আমি হারাই যদি
তুমি হারাও না, হারাও না, হারাও না যে
নয়ন ছেড়ে গেলে চলে
ফুরায় যবে মিলনরাতি
তবু চির সাথের সাথি
ফুরায় না তো, ফুরায় না
ফুরায় না তোমায় পাওয়া
এসো স্বপনসাজে
নয়ন ছেড়ে গেলে চলে
তোমার সুধারসের ধারা গহনপথে এসে
ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে
গহনপথে এসে
তোমার সুধারসের ধারা গহনপথে এসে
ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে
গহনপথে এসে
শ্রবণে মোর নব নব
শুনিয়েছিলে যে সুর তব
বীণা থেকে বিদায় নিল
তোমার বীণা থেকে
চিত্তে আমার বাজে
নয়ন ছেড়ে গেলে চলে
এলে সকল-মাঝে
নয়ন ছেড়ে গেলে চলে
Written by: Rabindranath Tagore

