Crediti

Testi

মরণের মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে
আবার ব্যথার টানে
আবার ব্যথার টানে নিকটে ফিরাবে বলে
দূরে যাও দূরে যাও চলে
মরণের মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে
আঁধার-আলোর পারে খেয়া দিই বারে বারে
আঁধার-আলোর পারে খেয়া দিই বারে বারে
নিজেরে হারায়ে খুঁজি, দুলি সেই দোলে দোলে
দূরে যাও দূরে যাও চলে
মরণের মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে
সকল রাগিণী বুঝি বাজাবে আমার প্রাণে
কভু ভয়ে কভু জয়ে, কভু অপমানে মানে
সকল রাগিণী বুঝি বাজাবে আমার প্রাণে
কভু ভয়ে কভু জয়ে, কভু অপমানে মানে
বিরহে ভরিবে সুরে তাই রেখে দাও দূরে
বিরহে ভরিবে সুরে তাই রেখে দাও দূরে
মিলনে বাজিবে বাঁশি তাই টেনে আন কোলে
দূরে যাও দূরে যাও চলে
মরণের মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে
আবার ব্যথার টানে
আবার ব্যথার টানে নিকটে ফিরাবে বলে
দূরে যাও দূরে যাও চলে
মরণের মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে
instagramSharePathic_arrow_out

Loading...