Crediti

PERFORMING ARTISTS
Kumar Sanu
Kumar Sanu
Performer
COMPOSITION & LYRICS
Gautam Saha
Gautam Saha
Songwriter

Testi

তোমরা আসবে তো?
তোমরা আসবে তো?
যদি কোনোদিন এ আসরে আবার আমি
গান গাইতে আসি
তোমরা আসবে তো?
ভালবাসবে তো?
তোমরা আসবে তো?
যদি নতুন করে সুরের তরী
আমি বাইতে আসি
তোমরা আসবে তো?
ভালোবাসবে তো?
তোমরা আসবে তো?
শুনিয়ে গান আরও
ভরিয়ে প্রাণ আরও
চাই যে ভেসে যেতে
চাই আরও কিছু দিতে
শুনিয়ে গান আরও
ভরিয়ে প্রাণ আরও
চাই যে ভেসে যেতে
চাই আরও কিছু দিতে
ভালবাসবে তো?
যদি উজাড় করা ভালোবাসার আশায়
প্রেম চাইতে আসি
প্রেমে ভাসবে তো?
ভালবাসবে তো?
তোমরা আসবে তো?
আমার এ গান শুধু
স্মৃতিতে লেখা রবে
যেদিন রইবো না আমি
আমায় পড়বে কি মনে?
আমার এ গান শুধু
স্মৃতিতে লেখা রবে
যেদিন রইবো না আমি
আমায় পড়বে কি মনে?
মনে পড়বে তো?
যদি গানের মাঝে মন তোমাদের
জয় করতে পারি
মনে রাখবে তো?
ভালবাসবে তো?
তোমরা আসবে তো?
যদি কোনোদিন এ আসরে আবার আমি
গান গাইতে আসি
তোমরা আসবে তো?
ভালবাসবে তো?
তোমরা আসবে তো?
ভালবাসবে তো?
মনে রাখবে তো?
Written by: Arup Ghoshdostider, Gautam Saha, Pronoy
instagramSharePathic_arrow_out

Loading...