Crediti
PERFORMING ARTISTS
Chhabi Banerjee
Performer
COMPOSITION & LYRICS
Vidyapati
Songwriter
Testi
মরিবো, মরিবো, সখী, নিশ্চয় মরিবো
কানু হেন গুণনিধি কারে দিয়ে যাবো?
আমার সময় হয়েছে তাই বুঝি
আমার সময় হয়েছে, আর তো প্রাণে বাঁচবো না, সই
কৃষ্ণহারা অভাগিনী আর তো প্রাণে বাঁচবো না, সই
এখন বুঝি সময় হয়েছে
তোমরা যতেক সখী, থেকো মোর সঙ্গে
ওগো সখী হে, সখী আমার
তোমরা যতেক সখী, থেকো মোর সঙ্গে
মরণকলে কৃষ্ণনাম লিখে দিয়ে অঙ্গে
দেহ ভরে কৃষ্ণনাম লিখিয়ো, দেহ ভরে
আমি পরজনমে কৃষ্ণ আবার পাবো
নামের সনে প্রাণ গেলে
পরজনমে নাম তব নামের সনে প্রাণ গেলে
দেহ ভরে কৃষ্ণনাম লিখিয়ো
ললিতা, প্রাণের সখী, মন্ত্র দিয়ো কানে
মরা দেহ পোড়ে যেন কৃষ্ণনাম শুনে
আমি মরতে পারি গো
আহা, মরতে পারি গো ওগো কৃষ্ণনাম শুনে যেন
এই বাসনা আমার মনে
কৃষ্ণনাম শুনে যেন মরতে পারি গো
না পুড়াইয়ো রাধা-অঙ্গ, না ভাসাইয়ো জলে
না পুড়াইয়ো রাধা-অঙ্গ, না ভাসাইয়ো জলে
মরিলে তুলিয়া রেখো তমালেরই ডালে
তমাল ডালে বেঁধে রেখো
কৃষ্ণ কালো, তমাল কালো
তাইতে তমাল বাসি ভালো
কৃষ্ণ কালো, তমাল কালো
তমাল ডালে বেঁধো রেখো
কভু সে প্রিয়া যদি আসে বৃন্দাবনে
পরান হবো আমি প্রিয়া দর্শনে
ভনো এ বিদ্যাপতি, শোনো বরনারী
ধৈরজ ধরহ চিতে, মিলব মুরারি
আসবে মাধব দুই-এক দিনে, আসবে মাধব
তোমায় ছেড়ে সে রইতে না'রে
ধৈর্য ধরো যোগরাতে
তোমায় ছেড়ে রইতে না'রে
ধৈর্য ধরো যোগরাতে
তোমায় ছেড়ে রইতে না'রে
দুই-এক দিনে আসবে মাধব
Written by: Mriganka Sekhar Chakraborty, Vidyapati

