Crediti
PERFORMING ARTISTS
Purba Dam
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Testi
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তুমি বাহির থেকে
তাই ভয়ে ঘোরায় দিকবিদিকে
তাই ভয়ে ঘোরায় দিকবিদিকে
শেষে অন্তরে পাই সাড়া
শেষে অন্তরে পাই সাড়া
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তুমি বাহির থেকে
যখন হারাই বন্ধ ঘরের তালা
যখন অন্ধ নয়ন, শ্রবণ কালা
হারাই বন্ধ ঘরের তালা
যখন অন্ধ নয়ন, শ্রবণ কালা
তখন অন্ধকারে লুকিয়ে দ্বারে
শিকলে দাও নাড়া
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তুমি বাহির থেকে
যত দুঃখ আমার দুঃস্বপনে
সে যে ঘুমের ঘোরেই আসে মনে
যত দুঃখ আমার দুঃস্বপনে
সে যে ঘুমের ঘোরেই আসে মনে
ঠেলা দিয়ে মায়ার আবেশ
কর গো দেশছাড়া
আমি আপন মনের মারেই মরি
শেষে দশ জনারে দোষী করি
আপন মনের মারেই মরি
শেষে দশ জনারে দোষী করি
আমি চোখ বুজে পথ পাই নে বলে
কেঁদে ভাসাই পাড়া
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তুমি বাহির থেকে
তাই ভয়ে ঘোরায় দিক্ বিদিকে
শেষে অন্তরে পাই সাড়া
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তুমি বাহির থেকে
Written by: Rabindranath Tagore