Crediti
PERFORMING ARTISTS
Suchitra Mitra
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Testi
আকাশে আজ কোন চরণের আসা-যাওয়া
বাতাসে আজ কোন পরশের লাগে হাওয়া
আকাশে আজ কোন চরণের আসা-যাওয়া
অনেক দিনের বিদায়বেলার ব্যাকুল বাণী
আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি
বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া
বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া
আকাশে আজ কোন চরণের আসা-যাওয়া
কোন ফাগুনে যে ফুল ফোটা হল সারা
মৌমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা
কোন ফাগুনে যে ফুল ফোটা হল সারা
মৌমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা
বকুলতলায় কাজ-ভোলা সেই কোন দুপুরে
যে সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে
ব্যথায় ভরে ফিরে আসে সে গান গাওয়া
ব্যথায় ভরে ফিরে আসে সে গান গাওয়া
আকাশে আজ কোন চরণের আসা-যাওয়া
বাতাসে আজ কোন পরশের লাগে হাওয়া
আকাশে আজ কোন চরণের আসা-যাওয়া
Written by: Rabindranath Tagore

