Crediti
PERFORMING ARTISTS
S.D. Burman
Performer
COMPOSITION & LYRICS
Meera Dev Burman
Songwriter
Testi
রাতের আতরে ভিজাইয়া আদরে
কেন বঁধূ দূরে যায়?
চাতুরিতে ভুলেছিলাম, ভুলেছিলাম
চাতুরিতে ভুলেছিলাম, মান করে আর লাভ নাই-
ভালোবাসা দেয়া হল দায়
রাতের আতরে ভিজাইয়া আদরে
কেন বঁধূ দূর দূরে যায়?
যে শিকারি সাকি, ছিল চোরা পাখি
মন চুরি করে উড়ে যায়
যে শিকারি সাকি, ছিল চোরা পাখি
মন চুরি করে উড়ে যায়
রাঙায়ে গোলাপে, ভুলায়ে প্রলাপে
পেয়ালা সে খালি রেখে যায়
চাতুরিতে ভুলেছিলাম, ভুলেছিলাম
চাতুরিতে ভুলেছিলাম, মান করে আর লাভ নাই-
ভালোবাসা দেয়া হল দায়
রাতের আতরে ভিজাইয়া আদরে
কেন বঁধূ দূর দূরে যায়?
পিয়াসী চাতকী আসিয়া একাকী
বিষ ঢেলে সুধা নিয়ে যায়
পিয়াসী চাতকী আসিয়া একাকী
বিষ ঢেলে সুধা নিয়ে যায়
মিঠে আগুনেতে ক্ষণিক বাসনাতে
পিরিতি আধুরি রেখে যায়
চাতুরিতে ভুলেছিলাম, ভুলেছিলাম
চাতুরিতে ভুলেছিলাম, মান করে আর লাভ নাই-
ভালোবাসা দেয়া হল দায়
রাতের আতরে ভিজাইয়া আদরে
কেন বঁধূ দূর দূরে যায়?
Written by: Meera Dev Burman, S.D. Burman