Crediti
PERFORMING ARTISTS
Swagnik Sen
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Testi
তোরা নেই বা কথা বললি
ওরে, তোরা নেই বা কথা বললি
দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী
নেই বা কথা বললি
মরিস মিথ্যে বকে ঝকে
দেখে কেবল হাসে লোকে
মরিস মিথ্যে বকে ঝকে
দেখে কেবল হাসে লোকে
নাহয় নিয়ে আপন মনের আগুন
মনে মনেই জ্বললি
তোরা নেই বা কথা বললি
অন্তরে তোর আছে কী যে
নেই রটালি নিজে নিজে
অন্তরে তোর আছে কী যে
নেই রটালি নিজে নিজে
নাহয় বাদ্যগুলো বন্ধ রেখে
চুপেচাপেই চললি
নাহয় বাদ্যগুলো বন্ধ রেখে
চুপেচাপেই চললি
তোরা নেই বা কথা বললি
কাজ থাকে তো কর গে না কাজ
লাজ থাকে তো ঘুচা গে লাজ
কাজ থাকে তো কর গে না কাজ
লাজ থাকে তো ঘুচা গে লাজ
ওরে, কে যে তোরে কী বলেছে
নেই বা তাতে টললি
তোরা নেই বা কথা বললি
দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী
নেই বা কথা বললি
Written by: Rabindranath Tagore