Crediti
PERFORMING ARTISTS
Arundhati Holme Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Lalan Fakir
Songwriter
Testi
সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা
জীবের কি সাধ্য আছে তাই বলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা
কখনো ধরে আকার, কখনো হয় নিরাকার
কখনো ধরে আকার, কখনো হয় নিরাকার
কেউ বলে সাকার, কেউ নিরাকার
অপার ভেবে হই ঘোলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা
অবতার অবতারী সে তো স্বভাবে তারই
অবতার অবতারী সে তো স্বভাবে তারই
দেখ জগৎ ভরি, জগৎ ভরি
এক চাঁদে হয় উজলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা
ভাণ্ড বেভাণ্ড মাঝে
সাঁই বিনে কি খেল আছে
ভাণ্ড বেভাণ্ড মাঝে
সাঁই বিনে কি খেল আছে
লালন কয় নাম ধরেছে, নাম ধরেছে
কৃষ্ণ করিম কালা
সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাঁই আমার কখন খেলে, কখন খেলে কোন খেলা
Written by: Dinendra Chowdhury, Lalan Fakir

