Crediti
PERFORMING ARTISTS
Sumitra Roy
Performer
Sailen Das
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Testi
ব্যাকুল বকুলের ফুলে
ভ্রমর মরে পথ ভুলে
ভ্রমর মরে পথ ভুলে
ভ্রমর মরে পথ ভুলে
ব্যাকুল বকুলের ফুলে
ভ্রমর মরে পথ ভুলে
আকাশে কী গোপন বাণী
বাতাসে করে কানাকানি
আকাশে কী গোপন বাণী
বাতাসে করে কানাকানি
বনের অঞ্চলখানি
পুলকে উঠে দুলে দুলে
ব্যাকুল বকুলের ফুলে
ভ্রমর মরে পথ ভুলে
বেদনা সুমধুর হয়ে
ভুবনে আজি গেল বয়ে
বেদনা সুমধুর হয়ে
ভুবনে আজি গেল বয়ে
বাঁশিতে মায়া-তান পুরি
কে আজি মন করে চুরি
বাঁশিতে মায়া-তান পুরি
কে আজি মন করে চুরি
নিখিল তাই মরে ঘুরি
বিরহসাগরের কূলে
ব্যাকুল বকুলের ফুলে
ভ্রমর মরে পথ ভুলে
Written by: Rabindranath Tagore