album cover
Batashe Kan Pete Thaki
11.861
Asia
Batashe Kan Pete Thaki è stato pubblicato il 1 gennaio 2013 da Cd Choice come parte dell'album Batashe Kan Pete Thaki - Single
album cover
Data di uscita1 gennaio 2013
EtichettaCd Choice
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM95

Crediti

PERFORMING ARTISTS
Arfin Rumey
Arfin Rumey
Performer
Nancy
Nancy
Performer
COMPOSITION & LYRICS
Arfin Rumey
Arfin Rumey
Composer
Shafiq Tuhin
Shafiq Tuhin
Songwriter

Testi

বাতাসে কান পেতে থাকি
এই বুঝি ডাকছ তুমি
আকাশে চোখ মেলে থাকি
এই বুঝি পাঠালে চিঠি
একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার
হুম, একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তমা (প্রিয়তম), তুমি যে আমার
তোমায় ছাড়া জীবন আমার
জীবন সে তো নয়
তোমায় নিয়ে অনন্তকাল
বাঁচতে ইচ্ছে হয়
তোমায় ছাড়া জীবন আমার
জীবন সে তো নয়
ও তোমায় নিয়ে অনন্তকাল
বাঁচতে ইচ্ছে হয়
তোমারই জন্য রেখেছি
খুলে স্বপ্নেরই দুয়ার
একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার
একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তমা (প্রিয়তম), তুমি যে আমার
হৃদয়েরই পাতায় পাতায়
তোমারই নাম লেখা
তুমি ছাড়া পৃথিবীটা
ভীষণ একলা একা
হৃদয়েরই পাতায় পাতায়
তোমারই নাম লেখা
তুমি ছাড়া পৃথিবীটা
ভীষণ একলা একা
তোমারই জন্য রেখেছি
খুলে স্বপ্নেরই দুয়ার
একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার
একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তমা (প্রিয়তম), তুমি যে আমার
বাতাসে কান পেতে থাকি
এই বুঝি ডাকছ তুমি
আকাশ চোখ মেলে থাকি
এই বুঝি পাঠালে চিঠি
একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার
একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার
একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তমা (প্রিয়তম), তুমি যে আমার
Written by: Arfin Rumey, Shafiq Tuhin
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...