album cover
Bastob
23
Rock
Bastob è stato pubblicato il 23 febbraio 2020 da ME Label come parte dell'album Bastob - Single
album cover
Data di uscita23 febbraio 2020
EtichettaME Label
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM117

Crediti

PERFORMING ARTISTS
Avash
Avash
Performer
COMPOSITION & LYRICS
Tanzir Tuhin
Tanzir Tuhin
Lyrics
Avash
Avash
Arranger

Testi

তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়
তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়
একিভাবে বেঁচে আছি ঈশ্বর তা জানেন
এ শহরের অলিগলি ভ্রান্ত কথার মানে
শুদ্ধ কথার রীতিনীতি, পেট চুক্তির ওই কাব্য গীতি
শুদ্ধ কথার রীতিনীতি, পেট চুক্তির ওই কাব্য গীতি
হটকারিতার লেবাস গায়ে এ শহরটায়
শিকল পায়ে যে মানুষটা হেঁটে যায় কিবা পায়?
হেঁটে হেঁটে অবশেষে দিন গুলো কেটে যায়
স্বপ্ন যায় হারিয়ে
আমি এখন একা একা বসে ভাবি
যায় সীমানা ছাড়িয়ে
জীবন যখন যেন বোধের চেয়ে ভারী
কেউ মানে না
গলির ভিতর ছোট্ট বাসা
ইচ্ছে কথায় বিশাল আশা
মনের ভেতর প্রশ্ন ঘোরে
ঘুম ভেঙ্গে যায় ধূসর ভোরে
মনের দংশন মনের বাঁধন, কৃতকর্মে সময়ের সাধন
মনের দংশন মনের বাঁধন, কৃতকর্মে সময়ের সাধন
প্রথাগত জীবনের চাপে এই শহরটায়
অন্ধরাতে যে নাবিকটা ভেসে যায় কিবা পায়?
ভেবে ভেবে অবশেষে দিন গুলো কেটে যায়
স্বপ্ন যায় হারিয়ে
আমি এখন একা একা বসে ভাবি
যায় সীমানা ছাড়িয়ে
জীবন যখন যেন বোধের চেয়ে ভারী
স্বপ্ন যায় হারিয়ে
আমি এখন একা একা বসে ভাবি
যায় সীমানা ছাড়িয়ে
জীবন যখন যেন বোধের চেয়েও ভারী
কেউ মানে না
Written by: Tanzir Tuhin
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...