Crediti
PERFORMING ARTISTS
Sutapa Bandyopadhyay Sarkar
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Testi
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি
হায় বুঝি তার খবর পেলে না
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি
হায় বুঝি তার খবর পেলে না
পারিজাতের মধুর গন্ধ পাও কি
হায় বুঝি তার নাগাল মেলে না
প্রাণের মাঝে সুধা আছে, চাও কি
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি
প্রেমের বাদল নামল, তুমি জানো না হায় তাও কি
প্রেমের বাদল নামল, তুমি জানো না হায় তাও কি
আজ মেঘের ডাকে...
আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি
আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি
আমি সেতারেতে তার বেঁধেছি
আমি সুরলোকের সুর সেধেছি
আমি সেতারেতে তার বেঁধেছি
আমি সুরলোকের সুর সেধেছি
তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি
তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি
হায় আসরেতে বুঝি এলে না
ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি
ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি
আজ ঝুলনদিনে...
আজ ঝুলনদিনে দোলন লাগে
তোমার পরান হেলে না
আজ ঝুলনদিনে দোলন লাগে
তোমার পরান হেলে না
প্রাণের মাঝে সুধা আছে, চাও কি
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি
হায় বুঝি তার খবর পেলে না
Written by: Indrani Sen, Rabindranath Tagore

