Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Ishan Mitra
Ishan Mitra
Performer
Jeet
Jeet
Actor
Abir
Abir
Actor
Rukmini
Rukmini
Actor
COMPOSITION & LYRICS
Savvy
Savvy
Composer
Srijato
Srijato
Lyrics

Testi

তোমাকে ছুঁতেই নেমে এলো একা রাত চিলেকোঠা খুলে ভালোবাসবার ছাদ তোমাকে ছুঁতেই নেমে এলো একা রাত চিলেকোঠা খুলে ভালোবাসবার ছাদ এ শহর জানে জড়িয়ে থাকার ঘুম এ মন ছুঁয়েছে শরীরের মরশুম আমরা যেমন তেমনই তো দূরে দূরে মানুষ জাগছে ভালোবাসবার সুরে ঘর-বারান্দা, পথে-ঘাটে, রাস্তায় ভালোবেসে যেন সকলেই ভাগ পায় ঘর-বারান্দা, পথে-ঘাটে, রাস্তায় ভালোবেসে যেন সকলেই ভাগ পায় ব্যথার আড়ালে সোনালি ডানার চিল খুঁজে দেখি তবে কোথায় লুকোনো তিল আদরের কাছে সকলে সমান প্রিয় তুমি খোঁজ পেলে আমাকেও ডাক দিও যে যেখানে আছে, যত যার ভালোবাসা সকলে মিলে এক ঠিকানায় আসা ছায়া সরে যাবে আজ রাত কেটে গেলে কাছে কাছে থাকো, যেও না আমাকে ফেলে ঘর-বারান্দা, পথে-ঘাটে, রাস্তায় ভালোবেসে যেন সকলেই ভাগ পায় ঘর-বারান্দা, পথে-ঘাটে, রাস্তায় ভালোবেসে যেন সকলেই ভাগ পায়
Writer(s): Souvik Gupta, Srijato Bandyopadhyay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out