Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Rupankar Bagchi
Lead Vocals
Rupankar
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Lyrics
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Producer
Testi
ওই মালতীলতা দোলে, দোলে
পিয়ালতরুর কোলে
ওই মালতীলতা দোলে
পুব-হাওয়াতে
মালতীলতা দোলে
মোর হৃদয়ে লাগে দোলা
ফিরি আপনভোলা
মোর ভাবনা কোথায় হারা
মেঘের মতন যায় চলে
ওই মালতীলতা দোলে, দোলে
পিয়ালতরুর কোলে
ওই মালতীলতা দোলে
জানি নে কোথায় যাব
ওগো বন্ধু পরবাসী
কোন নিভৃত বাতায়নে
সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে
কোন বিরহিণীর বাণী
সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে
কোন বিরহিণীর বাণী
তোমারে কী যায় বলে
ওই মালতীলতা দোলে, দোলে
পিয়ালতরুর কোলে
ওই মালতীলতা দোলে
Written by: Rabindranath Tagore


