Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Subrata Sengupta
Performer
COMPOSITION & LYRICS
Gurudev Rabindranath Tagore
Lyrics
Subrata Sengupta
Composer
Testi
জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
আমি গোপন করিতে চাহি গো
ধরা পড়ে দু'নয়নে
তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
কী বলিতে পাছে কি বলি
তাই দূরে চলে যাই কেবলই
কী বলিতে পাছে কি বলি
তাই দূরে চলে যাই কেবলই
পথপাশে দিন বাহি গো
তুমি দেখে যাও আঁখিকোণে
কী আছে আমার মনে
জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
চিরনিশীথতিমির গহনে আছে মোর পূজাবেদী
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি
চিরনিশীথতিমির গহনে আছে মোর পূজাবেদী
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া
আনমনে গান গাহি গো
তুমি শুনে যাও খনে খনে
কী আছে আমার মনে
জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
আমি গোপন করিতে চাহি গো
ধরা পড়ে দু'নয়নে
তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
Written by: Gurudev Rabindranath Tagore, Subrata Sengupta