Crediti

PERFORMING ARTISTS
Ayub Bachchu
Ayub Bachchu
Performer
COMPOSITION & LYRICS
Ayub Bacchu
Ayub Bacchu
Composer
Shafiq Tuhin
Shafiq Tuhin
Songwriter
PRODUCTION & ENGINEERING
Ayub Bachchu
Ayub Bachchu
Producer

Testi

আউলা প্রেমের বাউলা বাতাস
বুকের জলে উথালপাথাল ঢেউ
দুঃখ এখন আপন আমার
এপার-ওপার নেই তো সাথে কেউ
আউলা প্রেমের বাউলা বাতাস
বুকের জলে উথালপাথাল ঢেউ
দুঃখ এখন আপন আমার
এপার-ওপার নেই তো সাথে কেউ
সামনে রে মাঝদরিয়া
আমি পার হবো কী করিয়া?
ওই, আমার সামনে রে মাঝদরিয়া
ও, আমি পার হবো কী করিয়া?
একলা আমি রইলাম পড়ে প্রেমহীন এই দুনিয়ায়
ওই, আমি দেখলাম শুধু ভবের মাঝে কত মানুষ আসে যায়
ওই, আমি একলা শুধু রইলাম পড়ে প্রেমহীন এই দুনিয়ায়
দেখলাম শুধু ভবের মাঝে কত মানুষ আসে যায়
হায় হায়
মনের দামে করলাম বেচাকেনা
হইলো না তবু কিছু জানাশোনা
মনের দামে করলাম বেচাকেনা
হইলো না তবু কিছু জানাশোনা
মিছে মায়ার মিছে এই সংসারে
চিনলো না তো কেউ শুধু আমারে
সামনে রে মাঝদরিয়া
ওই, আমি পার হবো কী করিয়া?
সামনে রে মাঝদরিয়া
আমি পার হবো কী করিয়া?
একলা আমি রইলাম পড়ে প্রেমহীন এই দুনিয়ায়
ওই, আমি দেখলাম শুধু ভবের মাঝে কত মানুষ আসে যায়
ওইহই
ভালোবাসা হইলো মরীচিকা
কষ্ট ছিল ভাগ্যে শুধু লিখা
ভালোবাসা হইলো মরীচিকা
কষ্ট ছিল ভাগ্যে শুধু লিখা
ঘুরলাম আমি একটু সুখের সন্ধানে
পেলাম না তো খুঁজে আমি কোনোখানে
সামনে রে মাঝদরিয়া
ওই, আমি পার হবো কী করিয়া?
আমার সামনে রে মাঝদরিয়া
ওই, আমি পার হবো কী করিয়া?
আউলা প্রেমের বাউলা বাতাস
বুকের জলে উথালপাথাল ঢেউ
দুঃখ এখন আপন আমার
এপার-ওপার নেই তো সাথে কেউ
আউলা প্রেমের বাউলা বাতাস
বুকের জলে উথালপাথাল ঢেউ
দুঃখ এখন আপন আমার
এপার-ওপার নেই তো সাথে কেউ
সামনে রে মাঝদরিয়া
ওই, আমি পার হবো কী করিয়া?
সামনে রে মাঝদরিয়া
ওই, আমি পার হবো কী করিয়া?
একলা আমি রইলাম পড়ে প্রেমহীন এই দুনিয়ায়
দেখলাম শুধু ভবের মাঝে কত মানুষ আসে যায়
ও, একলা শুধু রইলাম পড়ে প্রেমহীন এই দুনিয়ায়
ওই, আমি দেখলাম শুধু ভবের মাঝে কত মানুষ আসে যায়
সামনে রে মাঝদরিয়া
আমি পার হবো কী করিয়া?
সামনে রে মাঝদরিয়া
আমি পার হবো কী করিয়া?
আউলা প্রেমের বাউলা বাতাস
আউলা প্রেমের বাউলা বাতাস
Written by: Ayub Bachchu, Shafiq Tuhin
instagramSharePathic_arrow_out

Loading...