Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Paroma Banerjee
Performer
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Composer
PRODUCTION & ENGINEERING
HoiChoi
Producer
Testi
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
Written by: Rabindranath Tagore


![Guarda Ekla Chalo Re Lyrics [BENGALI | ROM | ENG] | Shreya Ghoshal su YouTube Guarda Ekla Chalo Re Lyrics [BENGALI | ROM | ENG] | Shreya Ghoshal su YouTube](https://i.ytimg.com/vi/r94gSTyH2cM/sddefault.jpg)