Video musicale

Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Tasrif Khan
Tasrif Khan
Performer
COMPOSITION & LYRICS
Tasrif Khan
Tasrif Khan
Composer

Testi

আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
আবার
এই সাগরপাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে
এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে
এই সাগরপাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে
এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে
পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে
ঝিনুক মালা গাঁইথা কাটায় দিতাম জীবনটারে
আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
এই নীল জলেতে ভাসায় দেবো মনের দুঃখ যতো
আর জল দিয়া পূরণ করিবো হাজার শুকনো ক্ষত
এই নীল জলেতে ভাসায় দেবো মনের দুঃখ যতো
আর জল দিয়া পূরণ করিবো হাজার শুকনো ক্ষত
পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে
ঝিনুক মালা গাঁইথা কাটায় দিতাম জীবনটারে
আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
আরে, তাইতো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
আরে, তাই তো আইলাম সাগরে
তাই তো আইলাম সাগরে
Written by: Tasrif Khan
instagramSharePathic_arrow_out

Loading...