Video musicale

Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Mahtim Shakib
Mahtim Shakib
Performer
COMPOSITION & LYRICS
Mahtim Shakib
Mahtim Shakib
Composer
Robiul Islam Jibon
Robiul Islam Jibon
Lyrics

Testi

ভালোবাসা যদি হতো ছোঁয়াচে
ভালোবাসা যদি হতো ছোঁয়াচে
আরও আগে তোমায় পেতাম যে কাছে
ভালোবাসা যদি হতো ছোঁয়াচে
আরও আগে তোমায় পেতাম যে কাছে
কী করে বলি কত কথাকলি
জমে আছে মনের আনাচ-কানাচে
ভালোবাসা যদি হতো ছোঁয়াচে
আরও আগে তোমায় পেতাম যে কাছে
ভেজা ভেজা হাসি আসে যে শুকিয়ে
অনুভূতিগুলো রেখেছি লুকিয়ে
ভেজা ভেজা হাসি আসে যে শুকিয়ে
অনুভূতিগুলো রেখেছি লুকিয়ে
আধো ঘুমে জাগি, ছায়া ভাগাভাগি
আধো ঘুমে জাগি, ছায়া ভাগাভাগি
লেগে থাকো তুমি জানালার কাঁচে
ভালোবাসা যদি হতো ছোঁয়াচে
আরও আগে তোমায় পেতাম যে কাছে
ভালোবাসা যদি হতো ছোঁয়াচে
আরও আগে তোমায় পেতাম যে কাছে
আলো আলো আশা হৃদয়ে জাগিয়ে
নিলে না তো আজও আমাকে এগিয়ে
আলো আলো আশা হৃদয়ে জাগিয়ে
নিলে না তো আজও আমাকে এগিয়ে
বুকে ব্যথা জাগে, এলোমেলো লাগে
বুকে ব্যথা জাগে, এলোমেলো লাগে
এভাবে কি মানুষ কখনও বাঁচে?
ভালোবাসা যদি হতো ছোঁয়াচে
আরও আগে তোমায় পেতাম যে কাছে
ভালোবাসা যদি হতো ছোঁয়াচে
আরও আগে তোমায় পেতাম যে কাছে
Written by: Mahtim Shakib, Robiul Islam Jibon
instagramSharePathic_arrow_out

Loading...