Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Miles
Miles
Performer
COMPOSITION & LYRICS
Miles
Miles
Songwriter

Testi

আঁধারে ঘেরা জীবন মোদের না পাওয়ার স্রোতে ভেসে অজানার পথ ধরে দূরে চলে যায় দু'চোখে আঁকা যত ছবিগুলো ধূসর মলিন হয়ে হৃদয়ের frame-টাতে শুধু পড়ে রয় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় আশা-নিরাশার মরীচিকা হয়ে হতাশার ডানা মেলে বেদনার আকাশেতে পথ খুঁজে হায় জীবনের দাম, বেঁচে থাকা পরিণাম হিসেবের যন্ত্রে বছরের অন্তে শোধ হয়ে যায় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় শেষ হবে নাকি হতাশা এ হৃদয় পাবে না ভালোবাসা রাত কাটে না এ দুখে জীবন যাবে কি এভাবে? Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায় Frustration আমি হতে চাই sensation জীবনের expectations-গুলো শুধু বাকি রয়ে যায়
Writer(s): Joe Sefton, Marc Miles, Danny Sharp Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out