album cover
Moho
19.050
Alternative
Moho è stato pubblicato il 11 aprile 2019 da Aftermath Bangladesh come parte dell'album Moho - Single
album cover
Data di uscita11 aprile 2019
EtichettaAftermath Bangladesh
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM104

Crediti

PERFORMING ARTISTS
Aftermath
Aftermath
Performer
COMPOSITION & LYRICS
Aftermath
Aftermath
Composer
Navid Iftekhar Chowdhury
Navid Iftekhar Chowdhury
Lyrics

Testi

তুমি ক্রোধের আগুনে জমে থাকা ব্যথা
আমার শেষ বিকেলের ধোঁকা
কোনো রোদেলা দুপুরে
তোমায় ফিরে পাবো বলে
অর্থহীন খোঁজা
আমি আঁকিনি তোমার ছবি
দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে
আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?
ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া
তুমি ভাসাও সুরের ভেলা
তবু কাঁদো কেন বসে একা নির্জনে
ভুলে যাও তুমি বাস্তবতা?
আমি পাইনি তোমার ছোঁয়া
শিশির মাখানো ধোঁয়া
জলের নিস্তব্ধতা
আজও চাঁদ ডুবে গেলে তোমায় মনে পড়ে
সঙ্গী মোর নিঃসঙ্গতা
কখন থামবে কোলাহল জানি না
সময় কাঁদে বন্দী হয়ে
বুকের পাঁজরে জমাট বেদনায়
আলোর মশাল জ্বালি নীরবে
তুমি আবার আসবে কখন-কোথায়?
গুনবে তারা আমার সাথে
বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে
গাইবে তুমি বৃষ্টির সুরে
আমি আঁকিনি তোমার ছবি (আঁকিনি তোমার ছবি)
দেখিনি স্রোতের নদী (দেখিনি স্রোতের নদী)
পাইনি তোমার ছোঁয়া (পাইনি তোমার ছোঁয়া)
শিশির মাখানো ধোঁয়া...
আমি আঁকিনি তোমার ছবি
দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে
আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?
Written by: Aftermath Bangladesh, Navid Iftekhar Chowdhury
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...