Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Sadman Sakib
Performer
Tune Hut
Performer
COMPOSITION & LYRICS
Mohammad Saiem Al Hasan
Songwriter
Testi
আঁধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো
তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো
ও গো মা ও গো মা ওগো মা ওগো মা ।
যাদুমাখা মুখটি তোমার দেখলে ভরে মন
আদর করে ডাকো যখন ওরে খোকা শোন
বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না
ও গো মা ও গো মা ওগো মা ওগো মা ।
তোমার মত এত আদর কেউতো করে না
সবার থেকে প্রিয় তুমি তুমি চমার মা
চলে যদি যাও কখনো রেখে যেওনা
মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না
ও গো মা ও গো মা ওগো মা ওগো মা ।
Written by: Mohammad Saiem Al Hasan