ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Kazi Faisal Ahmed
Performer
COMPOSITION & LYRICS
Kazi Faisal Ahmed
Composer
Alif Alauddin
Lyrics
Shahriar Shabbir
Lyrics
歌詞
সহজ কথায় যায় না বলা
চোখের ভাষা কি যায় না বোঝা?
দ্বিধা মনে কি জড়তা
শব্দগুলো চিঠির পাতায়
লিখেছি ভালোবাসায়
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
তুমি কি এখনো জেগে আছো?
আমায় ভেবে কি কবিতা লেখো?
নির্ঘুম রাতের কষ্ট কি বোঝো?
নির্জন রাতে ভেবে ভেবে তোমায়
নির্বাক আমি এ প্রাণ হারিয়ে
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
শব্দগুলো চিঠির পাতায়
লিখেছি ভালোবাসায়
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
কবে বলবো তোমায়?
Written by: Alif Alauddin, Kazi Faisal Ahmed, Shahriar Shabbir


