歌詞

প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায় খোদার কসম, জান, আমি ভালোবেসেছি তোমায় ফড়িঙের উড়ে যাওয়া, ডানায় রংধনুর নীল জন্মে জন্মে দেখা দুপুর আকাশে একা চিল তারই মতো ভেসে যাওয়া চুপিসারে দু'খানি ডানায় খোদার কসম, জান, আমি ভালোবেসেছি তোমায় গির্জার ঘণ্টায় মিলে যাওয়া ভোরের আজান প্রতি আহ্বানে খোঁজা তোমার যোগ্য কোনো গান যে গানে শ্যামের সুর রাধিকার বিরহে মানায় খোদার কসম, জান, আমি ভালোবেসেছি তোমায় তোমাকেই বাজি ধরা বোকা প্রেমে যে অহংকার গানে গানে কেঁদে মরা, ব্যর্থ হয়েছে অভিসার তোমায় খুঁজেছি শুধু কী আদিম বাঁচার নেশায় খোদার কসম, জান, আমি ভালোবেসেছি তোমায় এখন আবার দেখা, আবার তোমার চোখে জল কত জন্মের চেনা, তুমি আছো একই অবিকল আয়নায় দেখো মুখ মহাকাল যেখানে ঘনায় খোদার কসম, জান, আমি ভালোবেসেছি তোমায় খোদার কসম, জান, আমি ভালোবেসেছি তোমায়
Writer(s): Kabir Suman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out