クレジット
PERFORMING ARTISTS
Partho
Performer
Nasim
Performer
Tanim
Performer
COMPOSITION & LYRICS
RR
Songwriter
歌詞
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হলো আবার
শানকিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চলো না
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চলো না, চলো না
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হলো আবার
শানকিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার
জানো তো দু'বেলা আহার
জোটেনা ওদের
কবিতা বিমূর্ত হয়
অভাবী ছায়ায়
কিছু করার এই তো সময়
দিন চলে যায়
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চলো না
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চলো না, চলো না
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হলো আবার
শানকিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার
আমরা দু'জনে এখন
ওদেরই ভাষায়
সাহসী সব ছবি আঁকি
সুখেরই আশায়
কিছু করার এই তো সময়
দিন চলে যায়
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চলো না
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চলো না, চলো না
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হলো আবার
শানকিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চলো না
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চলো না, চলো না
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হলো আবার
শানকিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার
Written by: RR