クレジット

歌詞

জয়যাত্রায় যাও গো
ওঠো, ওঠো জয়রথে তব
জয়যাত্রায় যাও গো
ওঠো, ওঠো জয়রথে তব
জয়যাত্রায় যাও গো
মোরা জয়মালা গেঁথে আশা চেয়ে বসে রব
ওঠো জয়রথে তব
জয়যাত্রায় যাও গো
মোরা আঁচল বিছায়ে রাখি পথধুলা দিব ঢাকি
মোরা আঁচল বিছায়ে রাখি পথধুলা দিব ঢাকি
ফিরে এলে হে বিজয়ী তোমায় হৃদয়ে বরিয়া লব
ওঠো জয়রথে তব
জয়যাত্রায় যাও গো
আঁকিয়ো হাসির রেখা সজল আঁখির কোণে
নব বসন্তশোভা এনো, এনো এ শূন্যবনে
আঁকিয়ো হাসির রেখা সজল আঁখির কোণে
নব বসন্তশোভা এনো, এনো এ শূন্যবনে
তোমার সোনার প্রদীপে জ্বালো
আঁধার ঘরের আলো
তোমার সোনার প্রদীপে জ্বালো
আঁধার ঘরের আলো
পরাও রাতের ভালে চাঁদের তিলক নব
ওঠো, ওঠো জয়রথে তব
জয়যাত্রায় যাও গো
ওঠো, ওঠো জয়রথে তব
জয়যাত্রায় যাও গো
মোরা জয়মালা গেঁথে আশা চেয়ে বসে রব
ওঠো জয়রথে তব
জয়যাত্রায় যাও গো
instagramSharePathic_arrow_out

Loading...