クレジット
歌詞
বিজয়মালা এনো, এনো আমার লাগি
দীর্ঘ রাত্রি রইব আমি জাগি
বিজয়মালা এনো, এনো আমার লাগি
দীর্ঘ রাত্রি রইব আমি জাগি
বিজয়মালা...
চরণ যখন পড়বে তোমার মরণকুলে
বুকের মধ্যে উঠবে আমার পরান দুলে
সব যদি যায়
সব যদি যায় হব তোমার সর্বনাশের ভাগী
বিজয়মালা এনো, এনো আমার লাগি
দীর্ঘ রাত্রি রইব আমি জাগি
বিজয়মালা...

