クレジット
歌詞
আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে
আমার লতার প্রথম মুকুল
শুধায় আমারে, "এসেছি এ কোনখানে"
আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে
আমার লতার প্রথম মুকুল
এসেছ আমার জীবনলীলার রঙ্গে
এসেছ আমার তরল ভাবের ভঙ্গে
এসেছ আমার স্বরতরঙ্গ গানে
আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে
আমার লতার প্রথম মুকুল
আমার লতার প্রথম মুকুল প্রভাত আলোক মাঝে
শুধায় আমারে, "এসেছি এ কোন কাজে"
টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে
বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে
বাজাতে বাঁশরি প্রেমাতুর দু'নয়ানে
আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে
আমার লতার প্রথম মুকুল
শুধায় আমারে, "এসেছি এ কোনখানে"
আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে
আমার লতার প্রথম মুকুল

