クレジット

歌詞

আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো হে
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো হে
সব দুখশোক সার্থক হোক
লভিয়া তোমারি আলো হে
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো হে
কোণে কোণে যত লুকানো আঁধার
মিলাবে ধন্য হয়ে
কোণে কোণে যত লুকানো আঁধার
মিলাবে ধন্য হয়ে
তোমারি পুণ্য আলোকে বসিয়া
সবারে বাসিব ভালো হে
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো হে
পরশমণির প্রদীপ তোমার
অচপল তার জ্যোতি
সোনা করে লবে পলকে আমার
সকল কলঙ্ক কালো
পরশমণির প্রদীপ তোমার
অচপল তার জ্যোতি
সোনা করে লবে পলকে আমার
সকল কলঙ্ক কালো
আমি যত দীপ জ্বালিয়াছি তাহে
শুধু জ্বালা, শুধু কালি
আমি যত দীপ জ্বালিয়াছি তাহে
শুধু জ্বালা, শুধু কালি
আমার ঘরের দুয়ারে শিয়রে
তোমারি কিরণ ঢালো হে
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো হে
সব দুখশোক সার্থক হোক
লভিয়া তোমারি আলো হে
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো হে
instagramSharePathic_arrow_out

Loading...