クレジット
歌詞
আমার গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন রে
বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন রে
আমার গোধূলিলগন এল বুঝি কাছে
শেষ করে দিল পাখি গান গাওয়া
নদীর উপরে পড়ে এল হাওয়া
ও পারের তীর, ভাঙা মন্দির আঁধারে মগন রে
আসিছে মধুর ঝিল্লিনূপুরে গোধূলিলগন রে
আমার গোধূলিলগন এল বুঝি কাছে
আমার দিন কেটে গেছে কখনো খেলায়, কখনো কত কী কাজে
এখন কী শুনি পুরবীর সুরে কোন দূরে বাঁশি বাজে
বুঝি দেরি নাই, আসে বুঝি আসে, আলোকের আভা লেগেছে আকাশে
বেলাশেষে মোরে কে সাজাবে, ওরে, নবমিলনের সাজে
সারা হল কাজ, মিছে কেন আজ ডাক মোরে আর কাজে
আমার গোধূলিলগন এল বুঝি কাছে
আমি জানি যে আমার হয়ে গেছে গণা গোধূলিলগন রে
ধূসর আলোকে মুদিবে নয়ন অস্তগগন রে
তখন এ ঘরে কে খুলিবে দ্বার, কে লইবে টানি বাহু আমার
আমায় কে জানে কী মন্ত্রে গানে করিবে মগন রে
সব গান সেরে আসিবে যখন গোধূলিলগন রে
আমার গোধূলিলগন এল বুঝি কাছে

