ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Shreya Guhathakurta
Performer
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Lyrics
歌詞
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
এ তার বাঁধা কাছের সুরে
ওই বাঁশি যে বাজে দূরে
আমার এ তার বাঁধা কাছের সুরে
ওই বাঁশি যে বাজে দূরে
গানের লীলার সেই কিনারে
যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে?
আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
Written by: Rabindranath Tagore


