ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Suchitra Mitra
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
歌詞
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো
সকল মাধুরী লুকায়ে যায়
গীতসুধারসে এসো
জীবন যখন শুকায়ে যায়
কর্ম যখন প্রবল-আকার
গরজি উঠিয়া ঢাকে চারি ধার
কর্ম যখন প্রবল-আকার
গরজি উঠিয়া ঢাকে চারি ধার
হৃদয়প্রান্তে হে নীরবনাথ
শান্তচরণে এসো
জীবন যখন শুকায়ে যায়
আপনারে যবে করিয়া কৃপণ
কোণে পড়ে থাকে দীনহীন মন
দুয়ার খুলিয়া হে উদার নাথ
রাজ-সমারোহে এসো
বাসনা যখন বিপুল ধুলায়
অন্ধ করিয়া অবোধে ভুলায়
বাসনা যখন বিপুল ধুলায়
অন্ধ করিয়া অবোধে ভুলায়
ওহে পবিত্র, ওহে অনিদ্র
রুদ্র আলোকে এসো
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো
Written by: Rabindranath Tagore


