ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Kanika Banerjee
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
歌詞
প্রতিদিন আমি হে জীবনস্বামী
দাঁড়াব তোমারি সম্মুখে
প্রতিদিন আমি
করি জোড়কর, হে ভুবনেশ্বর
দাঁড়াব তোমারি সম্মুখে
প্রতিদিন আমি
তোমার অপার আকাশের তলে
বিজনে বিরলে হে
নম্র হৃদয়ে নয়নের জলে
দাঁড়াব তোমারি সম্মুখে
প্রতিদিন আমি
তোমার বিচিত্র এ ভবসংসারে
কর্মপারাবারপারে হে
নিখিলভুবনলোকের মাঝারে
দাঁড়াব তোমারি সম্মুখে
তোমার এ ভবে মম কর্ম যবে
সমাপন হবে হে
ওগো রাজরাজ, একাকী নীরবে
দাঁড়াব তোমারি সম্মুখে
প্রতিদিন আমি
Written by: Rabindranath Tagore
