歌詞

আমার দুঃখগুলো কাছিমের মতো আমার দুঃখগুলো কাছিমের মতো গুটিগুটি পায়ে আর এগুতে পারে না আমার দুঃখগুলো কাছিমের মতো আমাকে ছাড়িয়ে আর এগুতে পারে না আমার কষ্টগুলো ডালিমের মতো লালের জমাট কেউ ভাঙতে পারে না শহরে বৃষ্টি নামে, জল জমে রাস্তায় নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায় কাঁচের বয়ামে রাখা ভালোবাসা যতনে হঠাৎ শব্দ শোনে মহীরুহ পতনের তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান শুনে যাই আমার দুঃখগুলো ঝাপটায় ডানা আমার দুঃখগুলো ঝাপটায় ডানা সুনীল আকাশ, তবু উড়তে পারে না নিমেষে মিলিয়ে যায় পাল তোলা দিনগুলো ফাঁকা পথ, টানি রথ, সারা গায়ে স্মৃতি-ধুলো একটা আঁচড়ে সব স্বপ্নেরা পিষে যায় অমরত্বের দাবি সমুদ্রে মিশে যায় তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান শুনে যাই আমার দুঃখগুলো কাছিমের মতো আমাকে ছাড়িয়ে আর এগুতে পারে না আমার কষ্টগুলো ডালিমের মতো লালের জমাট কেউ ভাঙতে পারে না
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out