クレジット
PERFORMING ARTISTS
Lopamudra Mitra
Performer
Tapan
Performer
COMPOSITION & LYRICS
Tapan Sinha
Songwriter
歌詞
এই জীবন মানে রাস্তা চলা
কখনো সদলবলে, কখনো একা
এই জীবন মানে শুধু রাস্তা চলা
কখনো সদলবলে, কখনো একা
কখনো ক্লান্ত মন বিশ্রাম চায়
প্রেমহীন পৃথিবীর নির্জনতায়
কত মুখ আসে যায়, খোঁজ রাখে কে
তবু চোখ খুঁজে যায় শুধু তোমাকে
চেনা পথ, চেনা বাঁক, অচেনা সময়
ভুলে সব উৎসব চাইছি তোমায়
কেউ তো শুনছে না মনের যন্ত্রণা
কেউ তো শুনছে না মনের যন্ত্রণা
তখনই ক্লান্ত মন বিশ্রাম চায়
প্রেমহীন পৃথিবীর নির্জনতায়
জীবন মানে শুধু রাস্তা চলা
কখনো সদলবলে, কখনো একা
কোন পথে রাত যায় ভোরের কাছে
কার হাত ধরলেই জীবন বাঁচে
কার কথা ভেবে মন ভালো হয়ে যায়
তাই মন বারবার চাইছে তোমায়
কেউ কি বুঝবে না মনের যন্ত্রণা?
কেউ কি বুঝবে না-না মনের যন্ত্রণা?
তখনই ক্লান্ত মন বিশ্রাম চায়
প্রেমহীন পৃথিবীর নির্জনতায়
জীবন মানে শুধু রাস্তা চলা
কখনো সদলবলে, কখনো একা
কখনো ক্লান্ত মন বিশ্রাম চায়
প্রেমহীন পৃথিবীর নির্জনতায়
Written by: Tapan, Tapan Sinha