ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

歌詞

বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
রাই আমাদের, রাই আমাদের
রাই আমাদের, শ্যাম তোমাদের, রাই আমাদের
রাই আমাদের, রাই আমাদের
রাই আমাদের, শ্যাম তোমাদের, রাই আমাদের
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
শুক বলে, "আমার কৃষ্ণ জগতের গুরু"
সারি বলে, "আমার রাধার"
সারি বলে, "আমার রাধার বাঞ্ছা কল্পতরু
নইলে কে কার গুরু?"
সারি বলে, "আমার রাধার বাঞ্ছা কল্পতরু
নইলে কে কার গুরু?"
শুক বলে, "আমার কৃষ্ণ প্রেমের লহরী"
সারি বলে, "আমার রাধা"
সারি বলে, "আমার রাধা লহরের লহরী
প্রেমের ঢেউ কিশোরী"
সারি বলে, "আমার রাধা লহরের লহরী
প্রেমের ঢেউ কিশোরী"
শুক বলে, "আমার কৃষ্ণচূড়া বামে হেলে"
সারি বলে, "আমার রাধার"
সারি বলে, "আমার রাধার চরণ পাবে বলে
চূড়া তাই তো হেলে"
সারি বলে, "আমার রাধার চরণ পাবে বলে
চূড়া তাই তো হেলে"
শুক বলে, "আমার কৃষ্ণচূড়ায় ময়ূর পাখা"
সারি বলে, "আমার রাধার"
সারি বলে, "আমার রাধার নামটি তাতে আছে লেখা
যায় রে দেখা"
সারি বলে, "আমার রাধার নামটি তাতে আছে লেখা
যায় রে দেখা"
শুক বলে, "আমার কৃষ্ণ গিরি ধরেছিল"
সারি বলে, "আমার রাধা"
সারি বলে, "আমার রাধা শক্তি সঞ্চারিল
নইলে পারবে কেন?"
সারি বলে, "আমার রাধা শক্তি সঞ্চারিল
নইলে পারবে কেন?"
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
Written by: Traditional
instagramSharePathic_arrow_out

Loading...