ミュージックビデオ

特集

クレジット

PERFORMING ARTISTS
Hridoy Khan
Hridoy Khan
Lead Vocals
COMPOSITION & LYRICS
Hridoy Khan
Hridoy Khan
Songwriter
Susmita Biswas Sathi
Susmita Biswas Sathi
Songwriter
PRODUCTION & ENGINEERING
Hridoy Khan
Hridoy Khan
Producer

歌詞

ভালোবাসা, এ কি নেশা কতবার ফিরে আসা দরজায় কড়া নাড়ি বারবার কত পথ পেরিয়ে এসে ফেলেছি ভালোবেসে কাছে এসো আমার ভালোবাসা, এ কি নেশা কতবার ফিরে আসা দরজায় কড়া নাড়ি বারবার এলোচুলে আঁধার তোমারই ফাগুনের ঘ্রান মুঠো ভরে কাছে আমারই জুড়াও এই প্রাণ অভিমানী তোমার হাসিতে কি আছে জাদু? ঘুরে ফিরে তোমার মনেতে ফিরেছি তবু কত পথ পেরিয়ে এসে ফেলেছি ভালোবেসে কাছে এসো আমার ভালোবাসা, এ কি নেশা কতবার ফিরে আসা দরজায় কড়া নাড়ি বারবার চোখে চেয়ে কাজল পড়িয়ে আগুন হবো ছুঁয়ে দিলেই তোমাকে নিয়ে শীতল রবো আমরা দু'জন আঁধার ঘরেতে ঠিকানা বিহীন পায়ের নুপুর ভেজা অতলে এ প্রেমের দিন কত পথ পেরিয়ে এসে ফেলেছি ভালোবেসে কাছে এসো আমার ভালোবাসা, এ কি নেশা কতবার ফিরে আসা দরজায় কড়া নাড়ি বারবার
Writer(s): Hridoy Khan, Susmita Sathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out