クレジット
PERFORMING ARTISTS
Sailen Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Probodh Ghosh
Songwriter
歌詞
গোলাপের পাপড়িঝরা তোমার হাসি
ফাগুনের ছন্দভরা আমার বাঁশি
এ লগন তোমার-আমার
এ লগন শুধু দুজনার
এ লগন তোমার-আমার
এ লগন শুধু দুজনার
তোমার ওই রূপের শিখায় চম্পাবতী
সেজেছে এ কোন সাজে জুঁই-মালতী
তোমার ওই রূপের শিখায় চম্পাবতী
সেজেছে এ কোন সাজে জুঁই-মালতী
তোমার ওই চোখভরা স্বপ্ন নিয়ে
তোমার ওই চোখভরা স্বপ্ন নিয়ে
আমি যে হারাই বারেবার
এ লগন তোমার-আমার
এ লগন শুধু দুজনার
এ লগন কুহূর টানে
কত যে ফাগুন আনে, ভ্রমর জানে
তোমার ওই সাগর-ঢালা কাজল-কেশে
যেন কোন শ্রাবণের মেঘ জমল এসে
তোমার ওই সাগর-ঢালা কাজল-কেশে
যেন কোন শ্রাবণের মেঘ জমল এসে
তুমি সেই ঢেউদোলা ভীরু তটিনী
তুমি সেই ঢেউদোলা ভীরু তটিনী
আমি যে তুফান হব তার
এ লগন তোমার-আমার
এ লগন শুধু দুজনার
গোলাপের পাপড়িঝরা তোমার হাসি
ফাগুনের ছন্দভরা আমার বাঁশি
এ লগন তোমার-আমার
এ লগন শুধু দুজনার
Written by: Prabir Majumder, Probodh Ghosh

