歌詞

আমার সাথে তোমার কথা নেই জানি তবু তোমার সাথে আমার কথা আছে তোমার পাশে আমার ছায়া নেই জানি তবু আমার ছায়া তোমার ধারে-কাছে আমার প্রতি তোমার টান নেই জানি তাই আমার ঘরে তোমার টানাটানি তোমার দেশে আমার ভিসা নেই জানি তাই দেখা হলে চূড়ান্ত সাবধানী জুটে গেছি সব কি অসম্ভব এই এখানে মুখের রেখা যায় না বোঝা expression-এ হয়েছে যা হোক, গরম চা হোক next station-এ জানি না কি ঘটবে যে এর পর কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর কে আপন কে পর, জানে মনের গুপ্তচর কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর কে আপন কে পর, জানে মনের গুপ্তচর তোমার ট্রেনে আমার টিকেট নেই জানি তাই আমার জন্য বরাদ্দ RAC আমার চোখে তোমার ছবি হারাই আমি তাই কপিকলে প্রচন্ড piracy পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও বেবাক দর্শক মারছে সিটি, হাততালিও দূর্ঘটনা নিতান্তই কাকতালীয় জানি না কি কপালে এরপর কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর কে আপন কে পর, জানে মনের গুপ্তচর কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর কে আপন কে পর, জানে মনের গুপ্তচর গান, হাসি, আড্ডার এই কামরা শনপাপড়ি, চা আর মিষ্টি পান মন টানলে এখনও হয় tension আর chain টানলে অবাক ইস্টিশান পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও বেবাক দর্শক মারছে সিটি, হাততালিও দূর্ঘটনা নিতান্তই কাকতালীয় জানি না কি কপালে যে এরপর কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর কে আপন কে পর, জানে মনের গুপ্তচর কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর কে আপন কে পর, জানে মনের গুপ্তচর
Writer(s): Anindya Chatterjee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out