クレジット

PERFORMING ARTISTS
Shusmita Anis
Shusmita Anis
Performer
COMPOSITION & LYRICS
Kamal Das Gupta
Kamal Das Gupta
Composer
Pranab Roy
Pranab Roy
Songwriter

歌詞

এসেছিল মধুযামিনী
এসেছিল মধুযামিনী
দুটি জীবনের ফুলবনে
এসেছিল মধুযামিনী
ছিনু শুধু তুমি আমি
ছিনু শুধু তুমি আমি
যেন আর কেহ ছিল না ভুবনে
এসেছিল মধুযামিনী
এসেছিল মধুযামিনী
দুজনার মুখ 'পরে আসি
পড়েছিল জোছনার হাসি
দুজনার মুখ 'পরে আসি
পড়েছিল জোছনার হাসি
একটি গানের দুটি কলি
একটি গানের দুটি কলি
গেয়েছিনু আমরা দুজনে
এসেছিল মধুযামিনী
দুটি জীবনের ফুলবনে
এসেছিল মধুযামিনী
আজ তুমিও ভুলেছ পিয়া
আর আমিও ভুলেছি সেই গান
এত কাছে রয়েছি মোরা
তবু এত দূরে কেন দুটি প্রাণ?
আজ তুমিও ভুলেছ পিয়া
আর আমিও ভুলেছি সেই গান
এত কাছে রয়েছি মোরা
তবু এত দূরে কেন দুটি প্রাণ?
আবার কি মন বনহরী
ফুটিবে না মধুমঞ্জরী?
আবার কি মন বনহরী
ফুটিবে না মধুমঞ্জরী?
আবার কি সে রাতের চাঁদ
আবার কি সে রাতের চাঁদ
উঠিবে না নীল গগনে?
এসেছিল মধুযামিনী
দুটি জীবনের ফুলবনে
এসেছিল মধুযামিনী
ছিনু শুধু তুমি আমি
ছিনু শুধু তুমি আমি
যেন আর কেহ ছিল না ভুবনে
এসেছিল মধুযামিনী
এসেছিল মধুযামিনী
Written by: Kamal Das Gupta, Pranab Roy
instagramSharePathic_arrow_out

Loading...