クレジット

COMPOSITION & LYRICS
Ratul Sinha
Ratul Sinha
Songwriter
Abtahi Iptesam
Abtahi Iptesam
Songwriter
Hasin Aryan
Hasin Aryan
Songwriter
Samin Yasar
Samin Yasar
Songwriter

歌詞

কোন শনিবার ফুটপাতে দাড়ায়
চুমুক দেই গরম চায়ে
পাশে সুবাতাস দিয়ে তুমি হেঁটে গেলে
প্রেম প্রেম ভাব জাগায়ে
ধরতে গেলে ফসকে গেলে
গণপিটুনি আছে কপালে
ওঠার আগেই কলার ধরে
মাম্মা বলে ওঠে
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
পরের রাতে এসে খুব ঝাঁকায়ে
ঘুমিয়েছি ভোর রাতে
ঘুম থেকে উঠে বিবেকে আমার
পাপ পাপ বোধ জাগে
তোমার ছবি আমার মনে
আর দুঃখ আমার হাতে
মরে যাব তারই আগে
মাম্মা বলে ওঠে
মাম্মা বলে ওঠে
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
কোথায় তুমি?
কোথায় তুমি?
কোথায় তুমি?
কোথায় তুমি?
পরে আবার কোন শনিবারে
চায়ের কাপটা হাতে
মনের দুঃখে বুকের কষ্টে
দুপুরেই চাঁদ জাগে
পাশ দিয়ে কে যেন আবার
হেঁটে যায় মুচকি হেসে
উঠতে যাবো তারই আগে
মাম্মা বলে ওঠে
মাম্মা বলে ওঠে
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
Written by: Abtahi Iptesam, Hasin Aryan, Ratul Sinha, Samin Yasar
instagramSharePathic_arrow_out

Loading...