ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
LRB
Performer
Ayub Bachchu
Performer
COMPOSITION & LYRICS
Ayub Bachchu
Composer
LRB Band
Songwriter
Mosaddek Sarkar Ranjan
Lyrics
PRODUCTION & ENGINEERING
Ayub Bachchu
Producer
歌詞
পাল তোলা নায় হাল ধরা মাঝি হয়ে
ভেসে গেছি মাঝ দরিয়ায়
যদি কলতানে জোয়ারে জোয়ারে
ভেসে আসো এই নির্জনতায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
পাল তোলা নায় হাল ধরা মাঝি হয়ে
ভেসে গেছি মাঝ দরিয়ায়
যদি কলতানে জোয়ারে জোয়ারে
ভেসে আসো এই নির্জনতায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
পূর্ণিমা রাত আমাকে জাগিয়ে
স্বপ্ন আঁকে, স্বপ্ন আঁকে
উদাসী হাওয়া তোমার সুবাসের
পরশ মাখে, পরশ মাখে
কী দোষ হবে যদি দু'টি মন
এক হয় মিলনের জোছনায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
আমার পৃথিবী জড়াবে আঁধারে
তুমি না এলে, তুমি না এলে
অথৈ সাগরে হারাবো কখনো
দুঃখ পেলে, দুঃখ পেলে
কী সুখ পাবে যদি এই নয়ন
আকাশের মেঘে বৃষ্টি ঝরায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
পাল তোলা নায় হাল ধরা মাঝি হয়ে
ভেসে গেছি মাঝ দরিয়ায়
যদি কলতানে জোয়ারে জোয়ারে
ভেসে আসো এই নির্জনতায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
আমি ঢেউ গুনেছি
তুমি আসবে জানি
সেই আশায়, সেই আশায়
আমি ঢেউ গুনেছি
Written by: Ayub Bachchu, Mosaddek Sarkar Ranjan