クレジット
PERFORMING ARTISTS
Anusheh
Performer
Anusheh Anadil
Performer
Bangla Band
Lead Vocals
COMPOSITION & LYRICS
Bangla Band
Composer
Lalon Shai
Songwriter
歌詞
আছেন কোথায় স্বর্গপুরে
কেউ নাহি সন্ধান জানে
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে।।
পৃথিবী গোলাকার শুনি
অহর্নিশি ঘোরে আপনি
তাইতে হয় দিন রজনী
জ্ঞানী গুনী তাই মানে।।
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে।।
আরেক দিকে নিশি হলে
অন্য দিকে দিশা বলে ।।
আকাশ তো দেখে সকলে
খোদা দেখে কয়জনে।।
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে।।
আপন ঘরে কে কথা কয়
না জেনে আসমানে তাকায় ।।
লালন বলে কে বা কোথায়
বুঝিবে দিব্য জ্ঞানে ।।
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে।।
Written by: Bangla Band, Lalon Shai

