クレジット

PERFORMING ARTISTS
Road Roller
Road Roller
Performer
COMPOSITION & LYRICS
Road Roller
Road Roller
Composer

歌詞

Sunscreen-এ ওরা কুমড়ো দেয়
আর shampoo-তে আমলকি
এত ক্ষীর সাবানে দিলে বাচ্চাগুলো খাবে কী?
Cavity-'র gravity রুখতে
দাঁতনে দিচ্ছে নুন
গুড়ে বালি ঢেলে ঢেলে
পিঁপড়েরা হচ্ছি খুন
ভালোবাসা কত টাকা kilo-তে দাও?
নাকি মেপে দিচ্ছ ঘণ্টায়?
আমি তো শুনেছিলাম টাকায় যায় না কেনা
তাই কি free-তে পেতেই মন চায়?
আর কী চাও, আর কী চাও?
আর কী চাও ফোকটে?
আর কী চাও, আর কী চাও?
আর কী চাও ফোকটে?
টাকা মাটি, আর মাটি টাকা
তাই হারিয়ে যাচ্ছে মাঠ
Bill Gates দা'র জানলা খুলে
দিব্যি কাটছে যে রাত
কেউ কেউ না খেয়ে মরছে
কেউ বেশি খেয়ে বমি
Romantic পদ্য লিখছেন
দাড়ি চুলকে কবি
ভালোবাসা কত centimeter চাও?
নাকি পাও capsules-এর পাতায়?
আমি তো শুনেছিলাম টাকায় যায় না কেনা
তাই কি free-তে পেতেই মন চায়?
আর কি চাও, আর কি চাও?
আর কী চাও ফোকটে?
আর কি চাও, আর কি চাও?
আর কী চাও ফোকটে?
আর কি চাও, আর কি চাও?
আর কী চাও ফোকটে?
আর কি চাও, আর কি চাও?
আর কী চাও ফোকটে?
আর কী কী চাও ফোকটে?
Written by: Road Roller
instagramSharePathic_arrow_out

Loading...