ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Sasha Ghoshal
Lead Vocals
COMPOSITION & LYRICS
Joel
Composer
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Producer
歌詞
আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
চাই নে, আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
সবাই মগন ঘুমের ঘোরে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
দিয়ো গো, দিয়ো গো
আমার চোখের জলের দিয়ো সাড়া
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
Written by: Rabindranath Tagore


