クレジット
PERFORMING ARTISTS
Kazi Shuvo
Performer
COMPOSITION & LYRICS
Ziauddin Alam
Songwriter
歌詞
তোর বিরহে পুড়ি আমি সকাল-সন্ধ্যাবেলায়
কোন মেঘের বৃষ্টি ঢালিস আমার মনের চালায়
তোর বিরহে পুড়ি আমি সকাল-সন্ধ্যাবেলায়
কোন মেঘের বৃষ্টি ঢালিস আমার মনের চালায়
চিতার আগুন জ্বলে বুকে
চিতার আগুন জ্বলে বুকে দিনের পরে মাস
ক'দিন পরে দেখবি রে তুই আমার জিন্দা লাশ
ক'দিন পরে দেখবি রে তুই আমার জিন্দা লাশ
দুই হাত ভরে আদর দিয়া ঘুম পাড়াইতাম তোরে
নিশিরাইতে মন মজাইতাম বুকের মধ্যে ধরে
দুই হাত ভরে আদর দিয়া ঘুম পাড়াইতাম তোরে
নিশিরাইতে মন মজাইতাম বুকের মধ্যে ধরে
সেই আদর তুই বুঝলি না রে
সেই আদর তুই বুঝলি না রে, করলি সর্বনাশ
ক'দিন পরে দেখবি রে তুই আমার জিন্দা লাশ
ক'দিন পরে দেখবি রে তুই আমার জিন্দা লাশ
পোড়া মনের যাতনাতে একাই শুধু পুড়ছি
তোর পিরিতে পাগল হইয়া নয়নজলে ভাসছি
পোড়া মনের যাতনাতে একাই শুধু পুড়ছি
তোর পিরিতে পাগল হইয়া নয়নজলে ভাসছি
ভাইসা ভাইসা তোরই জন্য
ভাইসা ভাইসা তোরই জন্য কাটছে ১২ মাস
ক'দিন পরে দেখবি রে তুই আমার জিন্দা লাশ
ক'দিন পরে দেখবি রে তুই আমার জিন্দা লাশ
তোর বিরহে পুড়ি আমি সকাল-সন্ধ্যাবেলায়
কোন মেঘের বৃষ্টি ঢালিস আমার মনের চালায়
চিতার আগুন জ্বলে বুকে
চিতার আগুন জ্বলে বুকে দিনের পরে মাস
ক'দিন পরে দেখবি রে তুই আমার জিন্দা লাশ
ক'দিন পরে দেখবি রে তুই আমার জিন্দা লাশ
Written by: Ziauddin Alam

