ミュージックビデオ

Chera Pata
{artistName}の{trackName}のミュージックビデオを見る

特集

クレジット

COMPOSITION & LYRICS
Amit Hasan Eather
Amit Hasan Eather
Songwriter
Ishmam Majid Intiser
Ishmam Majid Intiser
Songwriter

歌詞

বাতাসে শীতের ঘ্রাণ ফিরে এলো ঘুরে বছর শুধু ফেরেনি তার মন (আরে, নিভে গেল) (প্যারা নাই) ছেঁড়া যত পাতা ঝরুক উড়ে চলুক মৃত আকাশে আমার আকাশ আজ জ্বলুক লেখা স্মৃতি-কালি ভাসে ডেকো না, ডেকো না পিছু (ডেকো না পিছু) ফিরে এসো না এ বুকে লুকাতে দাও এ দু'চোখ ফিরে তাকিয়ো না চোখে বাতাসে শীতের ঘ্রাণ (শীতের) ফিরে এলো ঘুরে বছর শুধু ফেরেনি তার মন হারিয়ে গেল যে কখন ভুলে আছি যে পুরোনো গান গেয়ো না, আবার চলে যাবে প্রাণ ডুবে আছি যে ধোঁয়া ধারায় ভাবতে চাই না যা ভাবার হারিয়ে, হারিয়ে হারিয়ে যেতে দে হাওয়ায় (দে হাওয়ায়) ঘুমিয়ে যেতে দে ধোঁয়ায় (ঘুমিয়ে যেতে দে ধোঁয়ায়) হারিয়ে যেতে দে সে কুয়াশায় যেখানে সময় থেমে যায় যেখানে নেই তার শরীরের ঘ্রাণ যেখানে নেই তার হাসি ভুলে যেতে দে সেই কবিতা উড়ে যাক, মুছে যাক ভেঙে যাক আমার এ প্রাণ ছেঁড়া যত পাতা জ্বলুক উড়ে চলুক মৃত আকাশে আমার আকাশ আজ জ্বলুক লেখা স্মৃতি-কালি ভাসে ছেঁড়া যত পাতা জ্বলুক (ছেঁড়া যত পাতা ঝরুক)
Writer(s): Amit Hasan Eather, Ishmam Majid Intiser Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out