ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Monir Khan
Performer
Baby Naznin
Performer
COMPOSITION & LYRICS
Shouquat Ali Imon
Composer
Kabir Bokul
Songwriter
歌詞
পিরিতি বানাইলা রে, বন্ধু
পিরিতে মজাইলা রে, বন্ধু
মরি প্রেম-জ্বালায়
আউলা প্রেমের বাউলা বাতাস লাগাইয়ো না গায়
রে বন্ধু, লাগাইয়ো না গায়
পিরিতি বানাইলা রে, বন্ধু
পিরিতে মজাইলা রে, বন্ধু
মরি প্রেম-জ্বালায়
আউলা প্রেমের বাউলা বাতাস লাগাইয়ো না গায়
রে বন্ধু, লাগাইয়ো না গায়
বুকে রাইখো জড়াইয়া
সুখেরই মালাটা গলায় দাও না পড়াইয়া
মনে আগুন জ্বালাইয়া
যাইয়ো না, যাইয়ো না তুমি দূরে পালাইয়া
রে বন্ধু, দূরে পালাইয়া
পাগল বানাইলা রে, বন্ধু
দিওয়ানা বানাইলা রে, বন্ধু
ধরা দাও আমায়
আউলা প্রেমের বাউলা বাতাস লাগাইয়ো না গায়
রে বন্ধু, লাগাইয়ো না গায়
ও, আউলা প্রেমের বাউলা বাতাস লাগাইয়ো না গায়
রে বন্ধু, লাগাইয়ো না গায়
একবার দেখলে তোমারে
এক পলকে যাই রে ভাইসা সুখের জোয়ারে
এমন কাঞ্চা বয়সে
এই প্রাণ-মন রঙিলা হয় তোমার পরশে
রে বন্ধু, তোমার পরশে
অন্তর কাড়িলা রে, বন্ধু
প্রাণেতে মারিলা রে, বন্ধু
বাঁচাও না আমায়
আউলা প্রেমের বাউলা বাতাস লাগাইয়ো না গায়
রে বন্ধু, লাগাইয়ো না গায়
পিরিতি বানাইলা রে, বন্ধু
পিরিতে মজাইলা রে, বন্ধু
মরি প্রেম-জ্বালায়
আউলা প্রেমের বাউলা বাতাস লাগাইয়ো না গায়
ও বন্ধু, লাগাইয়ো না গায়
আউলা প্রেমের বাউলা বাতাস লাগাইয়ো না গায়
রে বন্ধু, লাগাইয়ো না গায়
Written by: Kabir Bokul, Shouquat Ali Imon