ミュージックビデオ

Keno Je Toke (কেন যে তোকে) | Mon Jaane Na | Yash | Mimi | Raj Barman | Dabbu | Prasen| Shagufta| SVF
{artistName}の{trackName}のミュージックビデオを見る

特集

クレジット

PERFORMING ARTISTS
Raj Barman
Raj Barman
Performer
COMPOSITION & LYRICS
Dabbu
Dabbu
Composer
Prasen
Prasen
Lyrics
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Songwriter
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

歌詞

দেখলে তোকে বদলায় দিন বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধ্যে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, এমনই হয় কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন? কেন রে এত সাহারা, সাহারা সারাদিন? কেন যে তোকে পাই না, পাই না মনে হয় সারাটা দিন? কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন? কেন রে এত সাহারা, সাহারা সারাদিন? কেন যে তোকে পাই না, পাই না মনে হয় সারাটা দিন? চাঁদেরই ঝর্ণা যেমন ভেজায় পাহাড় ততটা আদর আছে তোকে দেওয়ার দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁয়ার কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন? কেন রে এত সাহারা, সাহারা সারাদিন? কেন যে তোকে পাই না, পাই না মনে হয় সারাটা দিন? কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন? কেন রে এত সাহারা, সাহারা সারাদিন? কেন যে তোকে পাই না, পাই না মনে হয় সারাটা দিন? মনেরা মনের কথা যেই শেখালো মুখেরা দু'চোখ বুজে তাল মেলালো তোরই তো রাস্তা ধরে মন পালালো কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন? কেন রে এত সাহারা, সাহারা সারাদিন? কেন যে তোকে পাই না, পাই না মনে হয় সারাটা দিন? কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন? কেন রে এত সাহারা, সাহারা সারাদিন? কেন যে তোকে পাই না, পাই না মনে হয় সারাটা দিন?
Writer(s): Prasen, Dabbu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out